Header Ads

Header ADS

Old Monk Rum বোতলে কেন 'XXX ' লেখা থাকে ?

Old Monk Rum বোতলে কেন 'XXX' লেখা থাকে ??

 

Old Monk Rum বোতলে কেন 'XXX' লেখা থাকে এই প্রশ্নোটি google খুজিলে অনেক তথ্যই পাওয়া যাই কিন্তু আমি যে তথ্যটি আজ লিখছি এটা প্রচুর প্রাসঙ্গিক|

প্রকৃতপক্ষে একটা সিঙ্গেল 'X' চিহ্নিত করে কোনো drink কত পরিমান Alcohol উপস্থিত আছে, তাই Dark RUM Alcohol এর পরিমান Strong বোঝানোর জন্যই সাধারণত এই 'XXX' লেখা থাকে|



এটা যদি বুঝতে একটু অসুবিধা হচ্ছে তাহলে একটু পেছনে যাওয়া যাক,

 18th Century  তে কি হয়েছিল অনেক Distilleries তাদের নিজস্ব Drink বানাচ্ছিল, কিন্তু সেইসময় Drink কি পরিমান Alcohol মিশ্রিত করা হয়েছে তা পরিমাপ করার কোনো নিদিষ্ট পদ্ধতি বা যন্ত্র ছিলো না তারফলে প্রত্যেক Distilleries তার নিজের Drink Alcohol এর পরিমান Strong বলে প্রচার করতো|

আর সেইসময় বেশিরভাগ Drink RUM বিক্রি হতো, আপনারা দেখে থাকবেন Drink এর বোতলের গায়ে লেখা থাকে 42.8% Alcohol, 75% proof V/V এই Proof এর মাধ্যমেই পরিমাপ করা হয় Drink কি পরিমান Alcohol উপস্থিত আছে|

তখনকার দিনে British  Royel Family প্রচুর পরিমান রাম কিনতো আর সেইসময় থেকেই সৈনিক রাও RUM বেশি পছন্দ করতো . আর সৈনিকদের  কাছে যেটা সহজেই পাওয়া যেতো সেটা হলো বারুদ . তাই ওই সময় একটা বিশেষ নিয়ম বা পদ্ধতির মাধ্যমে Proof করা হতো যে Drink কি পরিমান Alcohol উপস্থিত আছে|

সৈনিকদের কাছে যেহেতু সহজেই বারুদ পাওয়া যেতো তাই একটি পাত্রে বারুদ আর Drink কে মিশ্রিত করে আগুন ধরানো হতো যদি সেই মিশ্রণ টি সহজেই আগুন লাগে যেতো তাহলে সেই Drink   Strong alcohol বলা হতো মানা হতো 57% Alcohol উপস্থিত আছে , আর সহজে আগুন না লাগলে Low alcohol Drink বলা হতো, সরকার   সেই হিসাবে TAX সংগ্রহ করতো Strong alcohol মানে বেশি TAX , Low alcohol মানে কম TAX|

কিন্তু তখনকার দিনে RUM Barrel বিক্রি হতো বোতলে হতো না তাই সাধারণ মানুষ কে Alcohol এর পরিমান  বোঝানোর জন্য  এই 'X' এর উৎপত্তি সেইজন্যই Dark RUM Strong alcohol বোঝানোর জন্যই Barrel এর উপর XXX ব্যাবহার করা হতো|

কিন্তু আজকের দিনে এর কোনো অর্থ নেই এটা শুধু ব্যাবহার হয় একটা নাম হিসাবে , কারণ এখন প্রত্যেক Drink এই কি পরিমান alcohol ব্যাবহার হয়েছে সেটা লেখা বাধ্যতামূলক যেমন 42.8%, 40% ইত্যাদি|


No comments

Theme images by Leadinglights. Powered by Blogger.